ব্রেন, ইন্টারনেট আর কম্পিউটারে অর্জিত হচ্ছে তারুণ্যের স্বচ্ছলতা : পলক

২৫ জানুয়ারি, ২০২৪ ২০:০৬  

রাসিক নগর ভবনে জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ এর উদ্বোধন

কেবল ব্রেন, উচ্চগতির ইন্টারনেট ও উচ্চগতি ক্ষমতা সম্পন্ন কম্পিউটার দিয়ে আত্মকর্সংস্থানের ব্যবস্থা করে আত্মসম্মানের সঙ্গে তরুণরা আজ আর্থিক স্বচ্ছলতা অর্জন করতে পারছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের ১০ তলায় ‘জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তফা কামাল, ইডিসি‘ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) তানজিনা ইসলাম, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-১ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, রাসিক ইমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান, কবি আরিফুল হক কুমার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আপনাদের সফল উদ্যোক্তা হতে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলা হলেও একেক জনের পেছনে জনগণে কষ্টার্জিত ট্যাক্সের লাক্ষাধিক টাকা ব্যয় করা হয়েছে। তাই যে ২৫ হাজার ১২৫ জন হার পাওয়ার প্রকল্পে প্রশিক্ষণ নিয়েছেন তারা আরো হাজার হাজার; লক্ষ লক্ষ নতুন স্মার্ট উদ্যোক্তা তৈরিতে রোল মডেল হবেন। এই উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ মনে করেন আগামী ৫ বছরে এই এক লাখ টাকা বিনিয়োগ থেকে ১০ লাখ টাকার মালিক হবেন। ১০ বছরে সকলে কোটিপতি হবেন।

প্রসঙ্গত, রাশিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগর ভবনের ১০ তলায় ইমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে ২৪০টি ছেলে-মেয়েকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সেখানে প্রশিক্ষণে সুবিধার জন্য একই অনুষ্ঠানে সিটি কর্পোরেশনকে ৬০টি কম্পিউটার সেট প্রদানের মাধ্যমে ইমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটকে সমৃদ্ধ করেছে আইসিটি বিভাগ।